গোমতী নদীতে নৌকাডুবিতে দুই যুবক নিখোঁজ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ২২:৫২
অ- অ+

কুমিল্লার দাউদকান্দিতে গোমতী নদীতে নৌকাডুবিতে দুই যুবক নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে ডুবুরিরা তৎপরতা চালিয়ে যাচ্ছে। শুক্রবার ভোর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার চেষ্টা চালিয়ে গেলেও তাদের সন্ধান পায়নি ডুবুরিদল।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে আটজন যুবক দাউদকান্দিতে টোলপ্লাজা এলাকায় আসে। পরে স্থানীয় তিন বন্ধুর সঙ্গে সেখানে খাওয়া শেষে একটি ছোট নৌকাযোগে নদীর পাশে মাছের প্রজেক্ট দেখতে যায়। কিছুক্ষণ পর নদীতে চলমান একটি ট্রলারের ঢেউ এসে ওই নৌকায় ধাক্কা লাগে। এতে অতিরিক্ত বোঝাই হওয়ায় নৌকাটি ডুবে যায়। পরে সাঁতার কেটে মাঝিসহ ১০ জন তীরে উঠে আসে। কিন্তু সজিব ও অনিক নামে অপর দুই যুবক নিখোঁজ রয়েছে। তারা ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা।

ডুবুরি সিদ্দিকুর রহমান বলেন, সকাল ৬টায় আমরা ঘটনাস্থলে আসি। চাঁদপুর থেকে পাঁচ সদস্যের ডুবুরিদল সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করলেও এখনো দুই যুবকের খোঁজ পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১০জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা