মা হারা শিশুর পাশে ঠাকুরগাঁও জেলা প্রশাসক

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ১৯:২৫
অ- অ+

সড়ক দুর্ঘটনায় মা হারা শিশু রহিমুল্লাহর খোঁজ নিতে তার পরিবারে সহায়তা ও খাদ্যসামগ্রী নিয়ে হাজির হলেন জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম। শনিবার বিকেলে জেলার বালিয়াডাঙ্গীর পারিয়া ইউনিয়নে গিয়ে রহিমুল্লার বাবাকে একটা গাভী, চারটি ছাগল এবং কিছু আর্থিক সহায়তা দেন তিনি।

এসময় তাকে এসব গরু-ছাগল লালন-পালনের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে রহিমুল্লাহর পড়াশোনার খরচ চালানোর পরামর্শ দেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল আলম সুমন প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৩ জুন মঙ্গলবার রাত ৯টার দিকে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা একটি যাত্রীভর্তি থ্রি-হুইলার ঠাকুরগাঁওয়ের পথে সোনাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় পার হলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এত থ্রি-হুইলারটি দুমড়ে মুচড়ে যায়। এসময ঘটনাস্থলেই থ্রি-হুইলারের যাত্রী ইয়াকুব আলী ও রহিমুল্লাহর মা রানু বেগমের মৃত্যু হয়। পরে ফায়ার স্টেশনের উদ্ধার কর্মীরা আহত অবস্থায় শিশু রহিমুল্লাহসহ তিনজনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঢাকাটাইমস/১২জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা