৭৬৩ স্থানে এডিসের লার্ভা, জরিমানা ১৮ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ১৯:৫৩
অ- অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা চিরুনি অভিযানের আট দিনে নগরীর লক্ষাধিক বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেছে নগর কর্তৃপক্ষ। এসময় ৭৬৩ স্থানে এডিসের লার্ভা শনাক্ত হয়েছে। আর বাড়ি, নির্মাণাধীন ভবন ও অফিসে এডিস মশা লালনের দায়ে ১৩২টি স্থাপনা মালিকদের মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডিএনসিসি জানায়, চলমান অভিযানের অষ্টম দিনে নগরীর ১৩ হাজার ৮১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৮৬টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া সাত হাজার ৭০০টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ১০টি মামলায় মোট এক লাখ ৯৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ নিয়ে ৪ জুলাই থেকে শুরু হওয়া দশ দিনব্যাপী চিরুনি অভিযানে আট দিনে নগরীর মোট এক লাখ ছয় হাজার ১২টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে মোট ৭৬৩টিতে এডিসের লার্ভা এবং ৬৩ হাজার ৬৬৫টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এ পর্যন্ত ১৩২টি মামলায় মোট ১৮ লাখ ১৫ হাজার ৫১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর, বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে: মঞ্জু
শেরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের 
কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা