কুমিল্লায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ১৯:০১
অ- অ+

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৯৪০০টি ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে তদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একিট ট্রাকও জব্দ করা হয়।

আটকরা হলেন- বগুড়ার শাহজাহানপুর থানার চকজুরা গ্রামের ঠান্ডা মিয়া ও গাইবান্দার গোবিন্দগঞ্জ থানার মোঘলটুলি গ্রামের ইয়াছিন শেখ।

র‌্যাব-১১’র অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল খন্দকার সাইফুল আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন তথ্যে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় ট্রাকে লুকিয়ে ইয়াবা পাচারকালে ওই দুই মাদককারবারিকে আটক করা হয়। পরে তাদের থেকে সর্বমোট ১৯৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়। সেইসঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

ঢাকাটাইমস/১৩জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা