করোনা সন্দেহে বাবাকে রাস্তায় ফেলে গেলেন ছেলে

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০২০, ১১:৫৬

করোনা সন্দেহে ৬০ বছর বয়সী বাবাকে রাস্তায় ফেলে গেল ছেলে। গত সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর বাস টার্মিনালের একটি পরিত্যক্ত জায়গায় ছোবাহান আলী নামে ওই বৃদ্ধকে ফেলে চলে যান তার ছেলে নজরুল ইসলাম।

ছোবহান আলী জেলার গয়হাট্টা মানিকদহ গ্রামের বাসিন্দা।

বিষয়টি জানতে পেরে ওই রাত সাড়ে ১২টার দিকে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ ও উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেইসঙ্গে তার খাবারদাবার ও সুচিকিৎসা নিশ্চিত করেন।

উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী জানান, শ্বাসকষ্ট থাকায় ওই বৃদ্ধের একমাত্র ছেলে তাকে পৌর বাস টার্মিনালে রেখে গ্রামে চলে গেছেন। আমরা সংবাদ পেয়ে, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই এবং খাবারের ব্যবস্থা করি।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ছোবাহান আলীকে আইসোলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হবে।

ঢাকাটাইমস/১৪জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :