আগস্টে শুরু হতে পারে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ২৩:১২
অ- অ+

করোনাভাইরাসের কারণে আপাতত বাংলাদেশে সব ধরনের ক্রিকেট বন্ধ। তবে, ক্রিকেট ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী আগস্টে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প শুরু করতে পারে বিসিবি। তেমনই একটি পরিকল্পনা নেয়া হয়েছে। বুধবার বিষয়টি বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন। মিরপুরের হোম অব ক্রিকেটে কমিটির একটি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খালেদ মাহমুদ বলেছেন, ‘এখন সময় দেয়াটা বোকামি। তারপরও তো মাথায় একটি সময় নিয়ে এগোতে হয়। ঠিক করেছি, আগস্টের মাঝামাঝি বা শেষে যদি কোয়ারেন্টাইন করতে পারি। অনূর্ধ্ব-১৯ দলের ছেলেদের নিয়ে বিকেএসপিতে ক্যাম্প করার চিন্তা করছি। বিকেএসপিতে আমাদের ইন্টারন্যাশনাল যে হোস্টেল আছে সেটা যদি পুরোটাই পেয়ে যাই ওখানেই কোয়ারেন্টাইন করে চার সপ্তাহের একটি ক্যাম্প করতে পারি।’

তিনি আরো বলেন, ‘ওখানেই ট্রেনিং হবে। আমাদের নির্বাচকসহ সবাই ওখানে থাকবে। যেহেতু ওয়াইসিএল এর ওয়ানডে টুর্নামেন্টটা হয়নি, সেকারণে অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনও হয়নি। তো ওই ক্যাম্পের মাধ্যমে আমরা সিলেকশন প্রক্রিয়াটা বের করে আনব। এটাই আমাদের পরিকল্পনা।’

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অর্থনৈতিক কর্মকাণ্ড: ভোলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিমকে দল থেকে বহিস্কার
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসা ও অপারেশনের দায়িত্ব নিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্তের অংশ: শাহাদাত সেলিম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা