শাহীন সুমনের তিন ছবিতে কলকাতার রুপসা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০২০, ১১:৩৭

ঢাকাই চলচ্চিত্রের ড্যাশিং ডিরেক্টর হিসেবে পরিচিত শাহীন সুমন।৩৫ এম এম যুগ থেকে দেশীয় চলচ্চিত্র ডিজিটাল যুগে আসার পর এখন পর্যন্ত অসংখ্য হিট, সুপার হিট, বাম্পার হিট ছবি রয়েছে শাহীন সুমনের ঝুলিতে।

এবার এই নির্মাতা শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে পরপর তিনটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। ছবিগুলো নাম 'ইস্টিশনের মিষ্টি মেয়ে', 'পাহাড়ি ফুল' এবং 'গ্যাংস্টার'। আর এই তিনটি সিনেমাতে নায়িকা হিসেবে দেখা যাবে ভারতের কলকাতার নায়িকা মিষ্টি মেয়ে রূপসা মুখোপাধ্যায়কে।

শাহীন সুমন বলেন, রূপসা কলকাতায় এ প্রজন্মের আলোচিত একজন অভিনেত্রী। টিভি দিয়ে যাত্রা করলে সে সিনেমাতে ভালো করছে।বনির সঙ্গে তার 'কে তুমি নন্দিনী' ছবিটি ভালো দর্শক পেয়েছে। আশা করছি বাংলাদেশের সিনেমাতেও সফল হবে রূপসা।

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান জানান,ঈদুল আজহার পর ছবিগুলোর কাজ শুরু হবে। প্রথমে নির্মাণ হবে 'গ্যাংস্টার'। এখানে রূপসার বিপরীতে অভিনয় করবেন শান্ত খান। তবে অন্য দুটি ছবিতে রূপসার নায়ক হিসেবে কারা থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

ঢাকাটাইমস/১৯জুলাই/এলএম/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :