দূরত্ব মাপার একক শাহরুখের বিশেষ পোজ

বলিউড বাদশাহ শাহরুখ খানের দুহাত ছড়িয়ে দেয়া সিগনেচার সারা বিশ্বের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিখ্যাত। প্রথম ব্লকবাস্টার ‘বাজিগর’ থেকে সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘জিরো’- সব ছবিতেই কিং অব রোমান্সের এই বিশেষ পোজ দেখে আপ্লুত দর্শক। শাহরুখের সেই পোজকেই দূরত্ব মাপার একক হিসেবে ব্যবহার করছে ভারতের আসাম প্রশাসন।
একটি ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেখানে দেখা যায়, শাহরুখের মুখে সাদা মাস্ক, দুহাত দুপাশে ছড়ানো। কিং খানের এই ছবিতে আপাতত গোটা আসাম ছয়লাপ। হু হু করে বাড়তে থাকা করোনা সংক্রমণ ঠেকাতে কতখানি দূরত্ব বজায় রাখতে হবে, মানুষকে তা বোঝাতে শাহরুখের হাত ছড়ানো ওই পোজের ছবির সাহায্য নিচ্ছে আসাম সরকার।
যারা বুঝতে পারছেন না ছয় ফুট দূরত্ব ঠিক কতখানি, তাদের ত্রাতা খান সাহেবের ওই সিগনেচার পোজ। সেই পোজের ছবি টুইট করে আসাম প্রশাসন লিখেছে, ‘সামাজিক দূরত্ব মূল্যবান জীবন বাঁচাতে পারে। তাই কিং খানের মতে, কখনও কখনও কাছে আসতে গেলে দূরে যেতে হয়। যে দূরে গিয়ে কাছে ফিরে আসে সেই-ই বাজিগর। ছয় ফুট দূরত্বে থাকুন আর বাজিগর হয়ে ফিরুন সবার জীবনে।’’
শাহরুখের পোজ নতুন করে বিখ্যাত হওয়ায় আবার শিরোনামে বলিউড বাদশা। দিন কয়েক আগেই অবশ্য অভিনেতা চর্চায় ফিরেছেন স্ত্রী গৌরী খানের দৌলতে। অতি সম্প্রতি তিনি ট্যুইট করেন, ‘দেড় বছর ধরে এক ছাদের নীচে দুজনে।’ বুদ্ধিদীপ্ত উত্তরে সে কথা ফিরিয়ে দেন কিং খান। তিনি লিখেন, ‘সত্যিই, একসঙ্গে দুজনকে সামলানো বড্ড চাপের।’
ঢাকাটাইমস/২১জুলাই/এএইচ

মন্তব্য করুন