চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে গৌরচন্দ্র বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি জেলার আলমডাঙ্গা উপজেলার রথতলা এলাকার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবির জানান, গত সোমবার জ্বর ও ঠান্ডা-কাশি নিয়ে গৌরচন্দ্র হাসপাতালে এলে করোনা সন্দেহে তাকে হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি রাখা হয়। এদিন তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। তবে রিপোর্ট আসার আগেই আজ দুপুরে তার মৃত্যু হয়েছে।
(ঢাকাটাইমস/২১জুলাই/পিএল)

মন্তব্য করুন