ঝিনাইদহ র্যাব ক্যাম্পের নতুন কোম্পানি কমান্ডার সোহেল

র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের (সিপিসি-২) ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডারের দায়িত্ব নিয়েছেন সিনিয়র এএসপি সোহেল পারভেজ। তিনি অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের স্থলাভিষিক্ত হলেন। আজ আনুষ্ঠানিকভাবে সোহেল তার দায়িত্ব বুঝে নিয়েছেন।
জানা যায়, র্যাব-৬ এর সিপিসি-২ কোম্পানিটি তিনটি জেলা নিয়ে গঠিত। জেলাগুলো হলো- ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। তিন জেলার ক্যাম্পটি ঝিনাইদহ শহরে অবস্থিত। দীর্ঘদিন ধরে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ক্যাম্পটির কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তিনি পাবনা জেলা পুলিশে বদলি হলে সিনিয়র এএসপি সোহেল পারভেজকে ক্যাম্পটির দায়িত্ব দেওয়া হয়। তিনি ৩৪তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। এর আগেও তিনি সততার সঙ্গে ঝিনাইদহ র্যাবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকাটাইমস/২৩জুলাই/এসএস

মন্তব্য করুন