ক্যারিয়ার সংক্ষিপ্ত করার ভাবনা ওয়ার্নারের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ১৭:০০
অ- অ+

করোনাভাইরাসের বিধিনিষেধের জন্য নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। সেরকমই ইঙ্গিত দিয়েছেন অজি তারকা।

করোনা উদ্ভুত পরিবেশে ‘জৈব সুরক্ষা বলয়’ তৈরি করে ক্রিকেটারদের রাখা হচ্ছে। সেখানে ক্রিকেটারদের পরিবারের সদস্যদের আসার অনুমতি নেই। সেই বলয় ছেড়ে বেরনোরও উপায় নেই। এরকম পরিস্থিতিতে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ওয়ার্নার।

এক সাক্ষাৎকারে ওয়ার্নার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পরিবার ছেড়ে বেশিদিন তাঁর পক্ষে থাকা সম্ভব নয়। এবং তিনি নিজের ক্রিকেটার ক্যারিয়ার নিয়ে এবার ভাবনা চিন্তা করবেন। তিন ফরম্যাটেই খেলেন ওয়ার্নার। যেকোনও একটি ফরম্যাট থেকে অবসরও নিয়ে নিতে পারেন তিনি।

আগামী দিনে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে অস্ট্রেলিয়ার। প্রথমে ইংল্যান্ড সফর, তার পরেই আরব আমিরাতে আইপিএল। আইপিএল শেষ হওয়ার পরেই ভারতের বিরুদ্ধে হোম সিরিজ। আর এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে জৈব সুরক্ষা বলয়ের ভিতরেই থাকতে হবে ক্রিকেটারদের। পরিবারের সদস্যদেরও সেখানে প্রবেশাধিকার নেই।

মারকুটে ওপেনার বলছেন, ‘আমার তিন মেয়ে ও স্ত্রীর কথা আগে ভাবতে হবে। ওদের প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে। পরিবারের কথা সবার আগে ভাবতে হবে। কিন্তু পরিস্থিতি এখন যে রকম, তাতে আমাকে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছর। ওয়ার্নার বলছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হবে না। অস্ট্রেলিয়ায় হলে খেলা সহজ হত। আমাকে দেখতে হবে, আমি নিজে কেমন অবস্থায় রয়েছি। আমার মেয়েদের স্কুলের খবরাখবর কী। আমার যে কোনও সিদ্ধান্তের বড় অংশ ওরা। বিষয়টা এমন না যে, কবে খেলা বা কতদিন ধরে খেলা। এটা আমার জন্য অনেক বড় পারিবারিক সিদ্ধান্ত। বায়ো সিকিওরিটি নিয়মের জন্য পরিবারকে পাশেও পাব না।’

কবে নিয়ম বদলাবে, পৃথিবী আবার শান্ত হবে, কেউ জানেন না। কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকাটা ওয়ার্নারের পক্ষে অসম্ভব। তাই বড় সড় একটা সিদ্ধান্ত তিনি নিয়ে নিতে পারেন।

(ঢাকাটাইমস/২৮ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অর্থনৈতিক কর্মকাণ্ড: ভোলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিমকে দল থেকে বহিস্কার
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসা ও অপারেশনের দায়িত্ব নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা