বড় পরিবারের গল্পে ঈদের নাটক ‘হয়তো তোমারি জন্য’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ১৮:২৮| আপডেট : ২৮ জুলাই ২০২০, ২৩:৪৩
অ- অ+

দীর্ঘদিন ধরেই ছোটপর্দার দর্শকদের অভিযোগ, নাটকে বড় পরিবার দেখা যায় না। শুধু নায়ক আর নায়িকা দিয়ে একটি গল্প হয়ে যায়। তারই পেক্ষিতে এবার বড় পরিবারের গল্প নিয়ে নাটক নির্মাণ করলেন নির্মাতা হাসান রেজাউল। নাটকের নাম ‘হয়তো তোমারই জন্য’। এটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাফরিন সাদিয়া। প্রযোজকও তিনি।

পারিবারিক বন্ধন, সুখ-দুঃখ, শ্রদ্ধা, দায়িত্ববোধের পাশাপাশি মিষ্টি এক প্রেমের গল্প নিয়ে নির্মিত এ নাটকটির মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন মনোজ প্রামানিক ও পায়েল। আরও আছেন দিলারা জামান, খালেকুজ্জামান, মুনিরা মিঠু, শাহেদ আলী, সাজ্জাদ রেজা, মৌ শিখা, ফাহমিসহ অনেকে।

নাটকটি প্রসঙ্গে প্রযোজক ও লেখক সাদিয়া জাফরিন বলেন, ‘পরিবারের প্রতিটি সদস্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের গল্প থেকে তারাই আজ হারিয়ে যাচ্ছেন। প্রেম, ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, দায়িত্ববোধ নিয়েই তাই আমাদের ঈদের আয়োজন। আশা করি, এই ঈদে একটু ভিন্নতা দিতে পারবে ‘হয়তো তোমারই জন্য’। এবার শহর থেকে দূরে কোথাও হারিয়ে যাবেন দর্শক।’

পরিচালক হাসান রেজাউল বলেন, ‘দর্শক এই নাটকে একটি পরিবার দেখতে পাবেন। যেখানে একজন দাদি আছেন, চাচা, চাচী, ফুপু, ফুপা, বড় বউ, ছোট বউ, বাড়ির জামাই, নাতি, নাতনি সবার মাঝে একটা যোগসূত্র ও সময়ের সঙ্গে সবার মাঝে স্বার্থের একটা টানাপোড়েন দেখতে পাবেন। এসবের মাঝে একটা মিষ্টি প্রেমের সম্পর্কও পাবেন। গ্রামের মনোরম পরিবেশে দর্শক দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন।’

তিনি আরও বলেন, ‘ঘরবন্দি অবস্থায় দর্শক এবার ঈদে পারিবারিক গল্প পাবেন নাটকটিতে, যা সবাইকে নিয়ে উপভোগ করার মতো। ঈদের নাটক এমনই হওয়া উচিত বলে আমি মনে করি।’ প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, ঈদ আয়োজনে কোনও একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। এছাড়া প্রকাশিত হবে জাফরিন স্টুডিও ইউটিউব চ্যানেলেও।

ঢাকাটাইমস/২৮জুলাই/এলএম/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না: মোদি
রাঙ্গাবালীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা
নাফ নদে দুই দফা আরাকান আর্মির গুলি, আহত ২ অপহৃত ৩ বাংলাদেশি
বাউফলে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা