ন্যু-ক্যাম্পে খেলতে নারাজ নাপোলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ১৪:৫৬
অ- অ+

স্পেনে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় আতঙ্ক বেড়েছে নাপোলি শিবিরে। তাই বার্সেলোনায় গিয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে চাইছে না তারা। করোনা সংক্রমণ এড়াতে ম্যাচটি ন্যু-ক্যাম্পের পরিবর্তে লিসবন বা জার্মানিতে খেলতে চায় ইতালির ক্লাবটি।

বার্সেলোনায় গিয়ে খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাপোলির প্রেসিডেন্ট আউরেলিয়ো দি লরিয়েন্টিস বলেন, ‘স্পেন থেকে ভয়ংকর সব খবর কানে আসছে। অথচ ওরা এমন একটা ভান করছে, যেন কিছুই হয়নি। আমাদের এখন একটা কথাই মনে হচ্ছে, কোনোভাবেই বার্সেলোনায় গিয়ে খেলা ঠিক হবে না। তার চেয়ে পর্তুগাল, জার্মানি বা জেনেভায় খেলা অনেক নিরাপদ।’

আগামী ৮ আগস্ট ন্যু ক্যাম্পে বার্সার বিপক্ষে খেলবে নাপোলি। শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে বার্সা-নাপোলি। এবার যারা জিতবে, তারাই যাবে পর্তুগালে কোয়ার্টার ফাইনাল খেলতে।

এদিকে, ফাঁকা মাঠে খেলা হবে বলে দুদলের সংক্রমণের বিষয়টি আমলে নিচ্ছে না কাতালান সরকার। তাই নানা রকম আশ্বাস দিয়ে যাচ্ছে তারা। তবে নাপোলির সভাপতি তাদের আশ্বাসে আস্থা রাখছেন না। তাঁর কথায়, ‘ওরা (উয়েফা) তো আগেই ঠিক করেছে, চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্ব পর্তুগালে করবে। আর ইউরোপা লিগ জার্মানিতে। আমরা চাই, এই দুদেশের যেকোনো জায়গায় খেলতে। তাতে আমাদের কোনো সমস্যা নেই।’

‘আমার মাথাতেই আসছে না, এত বড় সমস্যার মধ্যে থাকা একটা শহরে গিয়ে আমাদের কেন খেলতে বাধ্য করা হচ্ছে,’ যোগ করেন নাপোলির মালিক।

(ঢাকাটাইমস/৩১ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা: দুদু
টঙ্গীতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে রোহিঙ্গা আটক
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৮- নীলার গর্ভে তমালের চিহ্ন
সিটি ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা