ঈদের দিন দেশে ফিরেছেন তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ১২:৪৩| আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৩:৪৮
অ- অ+

চিকিৎসার জন্য ঈদের আগেই লন্ডনে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে এবারের ঈদ দেশের বাইরে উদযাপন করেননি এই বাঁহাতি। ঈদুল আজহার দিন সকালেই বাংলাদেশে পা রাখেন তিনি।

তামিমকে চিকিৎসকদের শরণাপন্ন হতে হচ্ছিল কয়েকদিন ধরেই। করোনার কারণে খেলাধুলা নেই মাঠে, এখনো পুরোদমে শুরু হয়নি অনুশীলনও। তাই ঘরেই পরিবারের সাথে সময় কাটছিল টাইগার কাপ্তানের। পেটের তীব্র ব্যথায় এই করোনাকালেই বেশ কয়েকবার কাবু হয়ে পড়েছিলেন। দেশের চিকিৎসকরা বুঝতে পারেননি, ঠিক কী কারণে তামিমের পরিপাকতন্ত্রের এই জটিলতা।

আর তাই চিকিৎসার জন্য তামিমকে চড়তে হয় ইংল্যান্ডের বিমানে। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেবেন বাঁহাতি ওপেনার। যদিও এখনো চিকিৎসা গ্রহণ শুরু হয়নি। ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা তামের বেশ কিছু পরীক্ষা করিয়েছেন। কয়েকদিন পর হাতে আসবে সেসব পরীক্ষার রিপোর্ট।

সেই রিপোর্ট দেখেই চিকিৎসকরা তামিমকে দেবেন পথ্য। আর তাই তামিম ঈদের আগেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। ইমেইলে চিকিৎসকদের বাতলে দেওয়া চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে সম্ভব হলে হয়ত চিকিৎসার জন্য আর ইংল্যান্ডে যাবেন না তামিম।

(ঢাকাটাইমস/০২ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা