শোক দিবস উপলক্ষে বালিগাঁও স্বেচ্ছাসেবক লীগের সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ২১:৩১| আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২১:৪৩
অ- অ+

১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে মুন্সীগঞ্জের বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে বালিগাঁও বাজারের মোল্লা চত্ত্বরে ফুড জোন রেস্তোরাঁয় এ সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু। আরও উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাশা, বেতকা ইউনিয়ন সাধারণ সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য, আব্দুল্লাহপুর ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব, সোনারং ইউনিয়ন সভাপতি রুহুল আমিন, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল হক জাহিদ, জেলা মৎসজীবী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাবিব খোকনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

সভায় শোক দিবস পালনের জন্য বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দীন ইসলাম সরদার।

প্রধান অতিথির বক্তব্যে শেখ তাজুল ইসলাম পিন্টু বলেন- "যথাযথ ভাবগাম্ভির্য ও শ্রদ্ধার সাথে শোক দিবস পালন করতে হবে। আমাদের মহান নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করতে হবে। শোক ব্যানারে কোনো নেতাকর্মীর ছবি যুক্ত করা যাবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহাদাৎ হোসেন শিপু।

ঢাকাটাইমস/০৩ আগস্ট/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা