ফিকার প্রতিবেদন পুরোপুরি সত্য নয়: জালাল ইউনুস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ১১:০৭

বিশ্বব্যাপি ক্রিকেট টুর্নামেন্টগুলোর শুরুতে ডামাডোল পিটিয়ে খেলোয়াড় নিলাম করে দলে ভেড়ানো হলেও তাদের সময় মতো পারিশ্রমিক দেওয়া হয় না বলে অভিযোগ তুলেছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটারস অ্যাসোসিয়েশন (ফিকা)। বিশ্বের নানা প্রান্তে চলমান টি-টোয়েন্টি লিগগুলোতে অন্তত এক-তৃতীয়াংশ খেলোয়াড় পারিশ্রমিক দেরিতে পাওয়া বা না পাওয়ার ঝামেলায় পড়েন বলে সংগঠনটির দাবি। খেলোয়াড়দের বার্ষিক প্রতিবেদনে উঠে আসা এই তথ্যে পারিশ্রমিক সংক্রান্ত ঝামেলায় জর্জরিত ছয়টি টি-টোয়েন্টি লিগের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)। তবে বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুসের দাবি ফিকার প্রতিবেদনটি পুরোপুরি সত্য নয়।

জালাল ইউনুস বলেন, 'ফিকা যে প্রতিবেদন দিয়েছে, তা পুরোপুরি সত্য নয়। কিছু ইস্যু হয়তো থাকতে পারে। আমাদের এখানে ড্রাফট ও ড্রাফটের বাইরের খেলোয়াড়দের খেলার সুযোগ আছে। ড্রাফটে থাকা খেলোয়াড়দের সঙ্গে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। কারণ এই বিষয়টি বোর্ড পুরোপুরিভাবে দেখে।'

'আমরা তাদেরকে পুরোপুরি পারিশ্রমিক দিয়ে দেই। তবে ড্রাফটের বাইরের ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্র্যাঞ্চাইজিরা। ফলে পেমেন্টের সমস্যা ড্রাফটের বাইরের দুই-একজন ক্রিকেটারের সঙ্গে হতে পারে! কিন্তু সেটা মোটেও অনেক বেশি নয়, সামান্য পরিমাণে হতে পারে।'

পারিশ্রমিকের ব্যাপারে কোনো ক্রিকেটার সাহায্য চাইলে বিসিবি সব ধরনের সহযোগিতা করবে জানিয়ে তিনি আরও বলেন, 'আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। ফলে ফিকা বললেই আমরা অপরাধী হয়ে গেলাম, এমন নয়। কোনো খেলোয়াড় যদি আমাদের হস্তক্ষেপ চায়, আমার সাহায্য করব। কিন্তু কেউ আমাদের কাছে এ বিষয়ে কিছুই বলেনি। কেউ যদি বলে আমরা পাইনি, তাহলে আমার সহযোগিতা করব।'

জালাল ইউনুস বিসিবির দায় না দেখলেও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কিছুটা দায় খুঁজে পাচ্ছেন। তিনি বলেন, 'এটা বিসিবির জন্য চিন্তার বিষয়। আমরা এটা গুরুত্বের নিচ্ছি। কারণ কোনো কোনো দিক থেকে বিসিবির ওপর দায়িত্ব বর্তায়। আমরা শুনেছি কয়েকটি দল ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেয়নি। আমরা ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে কাজ করছি।'

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ২০১৮-১৯ বিপিএলে নিকোলাস পুরান ও গুলবাদিন নাইবকে পুরোপুরি পারিশ্রমিক বুঝিয়ে দেয়নি সিলেট সিক্সার্স। উইন্ডিজ ব্যাটসম্যান পুরানের কর বাদে পাওয়ার কথা ছিল প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু তাকে মাত্র সাড়ে ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া সিলেট সিক্সার্সের কাছে এখনও ২৭ লক্ষ টাকা পাওনা ১১টি ম্যাচ খেলা গুলবাদিনের।

কেবল বিপিএলই নয়, আইসিসি থেকে পাওয়া প্রাইজমানিও ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়েছে ফিকার প্রতিবেদনে। যদিও বিসিবির প্রধান নির্বাহী বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, 'শুরুতে আমাদের কিছুটা দেরি হয়েছে, কিন্তু আমরা পুরোটা বুঝিয়ে দিয়েছি।'

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :