কালিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
নড়াইল, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ২২:৫৩

নড়াইলের কালিয়ায় ভিমরুলের কামড়ে তামিম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের হাড়িয়াগোপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তামিম ওই গ্রামের মাহাব ফকিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে তামিম বাড়ির পাশে খেলছিল। এসময় কে বা কারা ভিমরুলের চাকে ঢিল দিলে ক্ষিপ্ত ভিমরুলগুলো তামিমকে কামড় দেয়। পরে দুপুরে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/৬আগস্ট/পিএল)

মন্তব্য করুন