পাকুন্দিয়ায় রাস্তার পাশে এক শিশু পাওয়া গেছে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ২৩:৪০
অ- অ+

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬-৭ বছরের এক ছেলে শিশু পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুলেরঘাট বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশ। শিশুটি বর্তমানে পাকুন্দিয়া থানা পুলিশের হেফাজতেই রয়েছে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া জানান, উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছিল শিশুটি। পরে পাশের এক দোকানদার শিশুটিকে তার দোকানে নিয়ে গিয়ে তার পরিচয় জানতে চাইলে সে কিছুই বলতে পারেনি। পরে ওই দোকানদার বিষয়টি আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে পাকুন্দিয়া থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, নাম ঠিকানা কিছুই বলতে না পারায় ধারণা করা হচ্ছে, শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী।

কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটিকে চিনে থাকলে বা তার পরিচয় জেনে থাকলে পাকুন্দিয়া থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অথবা মুঠোফোনে ০১৭১৩৩৭৩৪৯১(ওসি, পাকুন্দিয়া থানা) এবং ০১৭৬৯৬৯০৯৫৮(ওসি, তদন্ত) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৬আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা