সেই শিশুর পরিচয় মিলেছে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ২০:০৮
অ- অ+

পরিচয় মিলেছে রাস্তার পাশে পাওয়া সেই শিশুর। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে শিশু উদ্ধারের খবরটি ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে পড়ে ওই শিশুর পরিবারের। প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পাকুন্দিয়া থানায় এসে শিশুটিকে নিয়ে যায় তার পরিবার। এমন তথ্য জানিয়েছেন পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া।

ওই শিশুর নাম তাওসীফ আলম। সে উপজেলার বাহাদিয়া এলাকার শরীফুল আলমের ছেলে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুলেরঘাট বাজার এলাকা থেকে ওই শিশুটিকে উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া জানান, বুধবার নানার বাড়ি উপজেলার চিলাকাড়া চরপাড়া গ্রামে যায় শিশু তাওসীফ আলম। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজনের অজান্তে বাড়ি থেকে বের হয় সে। পরে হাঁটতে হাঁটতে পুলেরঘাট বাজার এলাকায় চলে যায়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছিল শিশুটি। বিষয়টি নজরে পড়ায় স্থানীয় এক দোকানদার তাকে তার দোকানে নিয়ে নাম পরিচয় জানতে চায়। কিন্তু শিশুটি কিছুই বলতে পারছিল না। পরে বিষয়টি পুলিশকে বিষয়টি জানায় ওই দোকানদার। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন ওসি তদন্ত। পরে বিষয়টি নজরে পরে তাওসীফ আলমের পরিবারের। প্রেক্ষিতে সন্ধ্যায় শিশুটির বাবা ও নানা থানায় এসে সঠিক পরিচয় দিয়ে সন্তানকে তাদের সাথে নিয়ে যায়।

এসময় থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাওসীফের বাবা শরীফুল আলম ও নানা মুনিরুজ্জামান।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা