বেপরোয়া বাস কেড়ে নিল সাত অটোযাত্রীর প্রাণ

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ১৭:৫০| আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২০:১০
অ- অ+

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বেপরোয়া বাসের চাপায় মারা গেছেন অটোরিকশার সাত যাত্রী।

শনিবার বিকাল পৌনে চারটার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মানকোন ভোটঘর এলাকার কাছে রায়থোরায় এই দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতের মধ্যে দুজন নারী ও পাঁচজন পুরুষ। এরমধ্যে একই পরিবারের তিনজন। নিহতরা হলেন, মুক্তাগাছার শ্রীরামবাড়ির বাসিন্দা সিএনজির চালক আলাদুল (৩৮), মুক্তাগাছার মলাজানীর বাসিন্দা নজরুল ইসলাম (৩৫) । টাঙ্গাইলের মধুপুর উপজেলার নয়পাড়ার বাসিন্দা একই পরিবারের নুর ইসলাম (৩০), তার স্ত্রী তাসলিমা (২৬) ও মেয়ে লিজা (১৩)। বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জামালপুরগামী রাজীব পরিবহনের বেপরোয়া বাসটির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে মারা যান চারজন। বাকি তিনজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। অটোরিকশাটিতে চালকসহ সাতজন যাত্রী ছিলেন।

পুলিশ বাসটির চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে । চালক পিরোজপুরের নাজিরপুরের বাসিন্দা । বাস ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে ।

মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, লাশের ময়নাতদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বহিস্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড়ভাই দেলোয়ার গ্রেপ্তার
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
মব জাস্টিস বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: ডা. শফিকুর রহমান
দলের কেউ অনৈতিক কাজ ও অপরাধ করলে কঠোর ব্যবস্থা: বিএনপির সতর্কতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা