কুড়িগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২০, ১৮:৪৮| আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৯:০৩
অ- অ+

কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র গ্রামে ডাকাতির পর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার তাদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ছিনাই গ্রামের আব্দুস সালাম, পীরমামুদ গ্রামের আবুল কালাম ও লালমনিরহাট জেলার আব্দুল মালেক।

রবিবার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান তার সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওই তিন আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। সম্মেলনে তিনি জানান, ওই তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই গভীর রাতে ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে আহত করে এবং বাড়ির পাশে ধর্ষণ করে কয়েকজন। এছাড়া দুর্বৃত্তদের হামলায় ছাত্রীর বাবা ও মা গুরুতর আহত হন। এসময় স্বর্ণালঙ্কার ও ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। পরদিন এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে রাজারহাট থানায় মামলা করা হয়।

(ঢাকাটাইমস/৯আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা