প্রয়াত স্ত্রীর স্বপ্নপূরণে বাংলো কিনে মোমের মূর্তি স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৫:৪৭ | প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ১৪:৩০

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন স্ত্রী। জীবনসঙ্গিনীর এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি স্বামী। চেয়েছিলেন এমন কিছু করতে যাতে সবসময় মনে হয় যে, স্ত্রী তার সঙ্গে রয়েছেন। অনেক ভেবেচিন্তে উপায় বের করেন ওই ব্যক্তি। স্ত্রীর স্বপ্ন ছিল তাদের একটা বাংলো থাকবে। প্রয়াত স্ত্রীর শখ পূরণে তাই বিলাসবহুল একটা বাংলো কিনে নেন ওই ব্যক্তি। সেই সঙ্গে বাংলোর ভিতর বসান স্ত্রীর একটা মোমের মূর্তি।

ভারতের কর্নাটকের শ্রীনিবাস তার নতুন বাংলোয় স্ত্রী মাধবীর মোমের মূর্তি স্থাপন করেছেন। বাংলোর লিভিং রুমে সোফায় বসানো রয়েছে মাধবীর মূর্তি। পরনে গোলাপি রঙের সিল্কের শাড়ি। সঙ্গে মানানসই সোনার গয়না। মুখে লেগেে আছে স্নিগ্ধ হাসি। একঝলক দেখলে মনে হবে যেন সত্যিই অতিথি আপ্যায়নের জন্য হাসিমুখে বসে আছেন মাধবী।

বছর তিনেক আগে মেয়েদের সঙ্গে তিরুপতি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান মাধবী। এর বেশ কিছুদিন পর ওই বাংলো কেনেন শ্রীনিবাস মূর্তি। একাধিক আর্কিটেক্টের সঙ্গে দেখা করেন তিনি। তবে বাংলোয় কীভাবে স্ত্রীর স্মৃতি ধরে রাখা যায় সে ব্যাপারে কেউই মনমতো উপায় বাতলে দিতে পারেননি।

অবশেষে শ্রীনিবাসের সঙ্গে সাক্ষাৎ হয় মহেশ নামের এক আর্কিটেক্টের। তিনিই ব্যবসায়ী শ্রীনিবাসকে বুদ্ধি দেন বাংলোয় স্ত্রীর মোমের মূর্তি বসানোর। এরপর তৈরি হয় মাধবীর মোমের মূর্তি। শ্রীনিবাস বলছেন, 'শিল্পীর কাজে আমি মুগ্ধ। মূর্তিতেও জীবন্ত লাগছে মাধবীকে। বাড়িতে অতিথি আসলে সবসময় হাসিমুখে আপ্যায়ন করত ও। এবার থেকে চোখের সামনেই থাকবে মাধবী। হোক না মূর্তি, তাও মনে হবে যে, আমার স্ত্রী সবসময়ই আমার সঙ্গে আছে।'

টুইটারেও ভাইরাল হয়েছে মাধবীর মোমের মূর্তির ছবি। শিল্পীর এমন নিখুঁত কাজ দেখে মুগ্ধ নেটিজেনরা। কুর্নিশ জানিয়ে অনেকেই বলেছেন, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা এমনই হওয়া উচিত। সূত্র: দ্য ওয়াল

ঢাকা টাইমস/১১আগস্ট/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

ইসরায়েলে প্রথমবারের মতো বিমান হামলা চালালো হিজবুল্লাহ

হামাসের টানেল থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

ইসরায়েলকে বোমা সরবরাহে কংগ্রেসে বিল পাস, বাইডেনের নিন্দা 

২৪ ঘন্টায় আরও ৩০ হাজার ফিলিস্তিনি রাফাহ ছেড়েছে: জাতিসংঘ

রাফাহতে স্থল আগ্রাসন বন্ধে ইসরায়েলকে সতর্ক করল ১৩ দেশ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :