আইপিএলের আগে পিতৃত্ব উপভোগ করছেন হার্দিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৩:৩৭| আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৩:৫৯
অ- অ+

টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া সদ্য বাবা হয়েছেন৷ আইপিএলে মাঠে নামার আগে পিতৃত্ব উপভোগ করছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার ও তার মডেল-অভিনেত্রী পত্নী নাতাসা স্টানকোভিচ। তারা সদ্যজাত সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই চলেছেন৷

গত মাসের শেষে হার্দিকের সার্বিয়ান স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন৷ তখন থেকেই এই সেলেব্রিটি দম্পতি টুইটার এবং ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ফলোয়ারের জন্য ছেলের আরাধ্য ছবি পোস্ট করে চলেছেন। ছেলের প্রথম ঝলক থেকে এখনও পর্যন্ত তাদের সন্তানের জন্মের ঘোষণা দিয়ে এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তের আপ-ডেট শেয়ার করেছেন।

বুধবার নাতাসা তার ইনস্টাগ্রামে সদ্যজাত পুত্রের ছবি পোস্ট করেন৷ যেখানে দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই ক্রিকেটার পত্নী। সদ্যজাত সন্তানের উদ্দেশে নাতাশা লেখেন, ‘যখন আমি তোমাকে ধরে রাখি, তখন জীবন অর্থবোধ হয়।’

এই ছবিতে বেশ কয়েকটি ইমোজি ব্যবহার করে ছবিগুলোর প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন ভারতীয় দলের এই ক্রিকেটার। তিনি নিজের ছেলের সঙ্গে ইনস্টাগ্রামের গল্পে একটি আরাধ্য ছবিও শেয়ার করেছেন৷ যেখানে তাকে ছেলের একটি আঙুল ধরে থাকতে দেখা গেছে। হার্দিকের জাতীয় সতীর্থ লোকেশ রাহুল এবং টেনিস তারকা সানিয়া মির্জাও পোস্টটি লাইক করেছেন৷

এর আগে সন্তানের জন্মের ঠিক পরেই, হার্দিক তার বাবা হওয়ার কর্তব্য উপভোগ করছেন৷ ভারতীয় দলের এই বোলিং অল-রাউন্ডার তার ইনস্টাগ্রামে ছেলে জন্মানোর পরেই ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘শিশুর ডায়াপার আনতে চলেছি।’

কয়েকদিনের মধ্যেই আইপিএল খেলতে আমিরশাহী পাড়ি দেবেন হার্দিক৷ মুম্বই ইন্ডিয়ান্সের এই অল-রাউন্ডার চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছে৷ তবে এই আইপিএলের হাত ধরে ফের ভারতীয় দলে ঢুকতে মরিয়া চেষ্টা চালাবেন হার্দিক৷ মরু শহরে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর৷ ফাইনাল ১০ নভেম্বর৷

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা