আলিয়াদের ট্রেলারে ডিসলাইকের বন্যা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৫:৫২| আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৫:৫৬
অ- অ+

ডিসলাইকের রেকর্ড গড়ল মহেশ ভাট পরিচালিত ও প্রযোজিত ‘সড়ক টু’-এর ট্রেলার। এই ছবিতে বাবা মহেশের পরিচালনায় প্রথম অভিনয় করেছেন হালের অন্যতম জনপ্রিয় বলিউড নায়িকা আলিয়া ভাট। আরও আছেন তার বড় বোন পূজা ভাট, সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর এবং কলকাতার যিশু সেনগুপ্ত।

কিন্তু ছবিটির ট্রেলার প্রকাশ হতেই সেটি ভারতের ‘মোস্ট ডিসলাইকড ট্রেলার’ হিসেবে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। ভেঙে দিয়েছে ‘কল অব ডিউটি’র রেকর্ডও। মাত্র এক দিনের মধ্যেই ইউটিউবে ওই ট্রেলারের ‘ডাউন ভোটের’ সংখ্যা ‘আপ ভোটে’র ১৮ গুণ বেশি।

ইউটিউবে এখনও পর্যন্ত ট্রেলারটি দেখেছেন এক কোটি ৮০ লাখের বেশি মানুষ। লাইক বাটনে ক্লিক করেছেন মাত্র তিন লাখ ১০ হাজারের মতো ভক্ত। অন্যদিকে ৫৬ লাখের বেশি মানুষ ডিজলাইক বাটনে ক্লিক করেছেন। সে জন্যই শুধু ভারতের নয়, পৃথিবীর ১০টি অপছন্দের ট্রেলারের তালিকাতেও চলে এসেছে ছবিটি। এখনও পর্যন্ত তার স্থান ৭ নম্বরে।

‘সড়ক টু’-এর পোস্টার প্রকাশ হওয়ার পর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েছিল ছবিটি। তাই ছবিটি দেখা মানেই যে পরোক্ষে স্বজনপোষণকেই প্রশ্রয় দেয়া হবে, সে কথাই জানিয়েছিলেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড উঠেছিল #বয়কট সড়ক টু। তারই বহিঃপ্রকাশ ট্রেলারের ডিজলাইকের সংখ্যা। কমেন্ট বক্সেও একটাই কথা ‘জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত’।

তবে এত নেতিবাচক প্রতিক্রিয়ার পরেও আখেরে কিন্তু লাভই হয়েছে ‘সড়ক টু’-এর। কীভাবে জানেন? ডিজলাইক করতে গেলেও তো ট্রেলারের লিংকটা ক্লিক করতে হচ্ছে সবাইকে। সেই কারণেই ‘সড়ক টু’ এখন ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে এক নম্বরে। এবার ছবি মুক্তি পাওয়ার পর ভক্তদের প্রতিক্রিয়া কী হয়, সেটা দেখার অপেক্ষা।

ঢাকাটাইমস/১৩আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা