নন্দীগ্রামে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে রাকিব হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলা ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা-কাথম মাঠের উপর দিয়ে বয়ে যাওয়া খালের কাটাগাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের আক্কাস আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীরা মাঠে কাজ করার সময় খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে। এরপর পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে তার পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এলএ)

মন্তব্য করুন