গফরগাঁওয়ে আউশ ধানের বাম্পার ফলন

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২০, ১৪:৩৩| আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৪:৪২
অ- অ+

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘাম ঝরানো স্বপ্নের আউশ ধান ঘরে তুলতে কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত বছরের তুলনায় চলতি আউশ মৌসুমে বাম্পার ফলনের পাশাপাশি দাম বেশি হওয়ায় উপজেলার কৃষকদের মুখে ফুটেছে হাসির ঝিলিক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর, বারবাড়ীয়া, যশরা, রাওনা, মশাখালী, উস্থি, চরআলগী, সালটিয়া, পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে চলতি আউশ মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬৯৫ হেক্টর জমি। যা গত বছরের তুলনায় ১ হাজার ৬৫০ হেক্টর বেশি। গত আউশ মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৯ হাজার ৩৮৫ মেট্রিক টন ধান। এ বছর ফলন হয়েছে ২৩ হাজার ৬২৫ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় ৪ হাজার ২৪০ মেট্রিক টন বেশি।

রসুলপুর ইউনিয়নের কৃষক এনামুল ইসলাম, লুৎফর রহমান ও আশরাফুল আলম, বারবাড়িয়া ইউনিয়নের সুজন মিয়া ও ফরিদ আহমেদ জানান, এ বছর আউশ ধানের ফলন যথেষ্ট ভালো হয়েছে। তাছাড়া বাজারে ধানের দামও বেশি। এবার কৃষকরা লাভবান হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর আউশের বাম্পার ফলন হয়েছে। কারণ আউশে সেচ, সারে কম খরচ হয়। এ ছাড়া বাজারে ধানের দামও ভালো। এবার গফরগাঁওয়ের কৃষকরা অনেক লাভবান হবেন।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের সময় ঘনিয়ে আসলে  আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি
কুয়াকাটার সমুদ্রে জালে ধরা পড়ল ২০ কেজি ওজনের বিরল বাদুড় মাছ
ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
সম্মিলিত প্রচেষ্টায় মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা