ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন মেসি?

২০ বছর পরে বার্সেলোনা ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিলেন লিওনেল মেসি। ২০২১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি থাকলেও তিনি তা ভেঙে বেরিয়ে আসতে চাইছেন।
প্রশ্ন উঠেছে, মেসি ক্লাব ছাড়লে কোথায় যাবেন? মেসিকে নেওয়ার জন্য পিএসজি, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলি মুখিয়ে রয়েছে। তবে ম্যানচেস্টার সিটির দিকেই পাল্লা ভারী বলে মনে করছেন অনেকে। কারণ ম্যানসিটির কোচ পেপ গুয়ার্দিওলা। তাঁর কোচিংয়েই জীবনের সেরা সময় কাটিয়েছেন মেসি।
রেডিও কাতালোনিয়ার সাংবাদিক হাভি কাম্পোস দাবি করেছেন, ম্যানসিটিতে যাওয়ার ব্যাপারে গুয়ার্দিওলার সঙ্গে মেসির বেশ কয়েকবার কথা হয়েছে। সাংবাদিক মার্সেলো বেকলারও বলছেন, ম্যানসিটিতে যেতে পারেন মেসি। তবে কি স্প্যানিশ ফুটবল ছেড়ে মেসির নতুন ঠিকানা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব?
ইপিএল এর ক্লাবের বিরুদ্ধে মেসির রয়েছে দুটি হ্যাটট্রিক। আর্সেনাল ও ম্যানসিটির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন তিনি। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ইংলিশ ক্লাবের বিরুদ্ধে করেছেন মাত্র একটি হ্যাটট্রিক। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বিরুদ্ধে গোলও রয়েছে আর্জেন্টাইন মহানায়কের।
রোনালদো স্পেন ছেড়ে আগেই চলে গিয়েছেন ইতালি। মেসিরও চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। ফুটবল বিশেষজ্ঞরা বলছে, সব দিক দেখলে ম্যানসিটিই মেসির জন্য আদর্শ। শেষ পর্যন্ত কি সাবেক গুরুর কাছেই ফিরছেন ‘প্রিয় শিষ্য’? সব সময়ই বলে দেবে।
(ঢাকাটাইমস/২৬ আগস্ট/এসইউএল)

মন্তব্য করুন