বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন শেষে সাংসদ বাদশার বৃক্ষরোপণ

রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্কের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজের নির্বাচনী এলাকায় নির্মাণাধীন এই পার্ক পরিদর্শন করেন তিনি।
এরপর মুজিববর্ষ উপলক্ষে এক লাখ বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আওতায় তিনি হাইটেক পার্কে বৃক্ষরোপণ করেন।
এসময় সাংসদ জানান, বঙ্গবন্ধু হাইটেক পার্কে ইতোমধ্যে জায়গা বরাদ্দ শুরু হয়েছে। এটি চালু হওয়ার পর রাজশাহী হবে প্রযুক্তির নগরী। শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য খুলবে কর্মসংস্থানের দুয়ার। তাই দ্রুত সময়ের মধ্যেই যেন নির্মাণ কাজ শেষ হয় সে জন্য তিনি সবসময় হাইটেক পার্কের খোঁজখবর রাখছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলীসহ হাইটেক পার্কের প্রকৌশলী ও কর্মকর্তারা।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৮ জুলাই নগরীর জিয়ানগর এলাকায় ৩১ দশমিক ৬৩ একর জমির ওপর বঙ্গবন্ধু হাইটেক পার্কটির নির্মাণ কাজ শুরু হয়। এতে ব্যয় হচ্ছে ২৮১ কোটি ১৯ লাখ টাকা।
(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/পিএল)

মন্তব্য করুন