ভারতের বেগমকে নিয়ে বাংলাদেশে সিনেমা

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৭
অ- অ+

‘পদ্মশ্রী’ পুরস্কার বিজয়ী ভারতের কিংবদন্তি গজল শিল্পী বেগম আখতারকে নিয়ে স্বল্পদৈর্ঘ্যের ছবি নির্মিত হয়েছে বাংলাদেশে। উপমহাদেশের প্রসিদ্ধ গায়িকার অতি জনপ্রিয় গান ‘জোছনা করেছে আড়ি’ থেকে ছবির নাম রাখা হয়েছে জোছনা।

এই ছবিটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। শুটিং হয়েছে ঢাকাতে। ছবি এখন এডিটিং টেবিলে। জানিয়েছেন পরিচালক রাশিদ পলাশ।

তিনি জানান, কিংবদন্তি শিল্পী বেগম আখতার গজলের রানি। শাস্ত্রীয় সংগীতের জন্য স্মরণীয়। তার গাওয়া ‘জোছনা করেছে আড়ি’ গানটি বাঙালিদের ঘরে ঘরে। এই গানটি শোনেননি এমন বাঙালি মিলবে না।’

বেগম আখতারের গজল আখতারি গজল নামে পরিচিত। রেডিও হোক বা গ্রামোফোন পরে ক্যাসেট সিডি হয়ে ইন্টারনেট দুনিয়ায় অজস্র শ্রোতার জন্য আজও আখতারি বাঈয়ের কণ্ঠ সমান জনপ্রিয়।

পরিচালক রশিদ পলাশ জানিয়েছেন, মিউজিক্যাল শর্টফিল্ম ‌জোছনা সম্প্রতি পুরান ঢাকার নারিন্দায় শুটিং হয়েছে। অভিনয় করেছেন মুক্তি। গান গেয়েছেন শম্পা দাস। চলতি মাসের শেষ দিকে অনলাইনে মুক্তি পাবে ‘জোছনা’।

ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা