জার্মানিকে জিততে দিল না স্পেন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৭| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১০:০৬
অ- অ+

জার্মানির জয়টা নাটকীয়ভাবেই ছিনিয়ে নিল স্পেন। ম্যাচের নির্ধারিত সময় পার হওয়ার পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হোসে গায়া গোল করে নেশনস লিগের প্রথম ম্যাচে দলের হার এড়াতে সাহায্য করেছেন। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে দুই দলের প্রথম ম্যাচটা তাই শেষ পর্যন্ত ড্র হলেও রোমাঞ্চই ছড়িয়েছে।

ম্যাচের শুরুতেই বড় এই দুদলের মাঝে তেমন একটা ছন্দ ছিল না। তবে এক পর্যায়ে আধিপত্য বিস্তার করে জার্মানি। প্রতিপক্ষের রক্ষণদূর্গে মূর্হমূহ আক্রমণ শানায় স্বাগতিকরা। যদিও ম্যাচের ১১ মিনিটে দারুণ এক সুযোগ পায় স্বাগতিকরা। টনি ক্রুসের ক্রস থেকে ভেরনারের দুর্দান্ত হেড রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক।

তবে ফুটবল মানেই তো গোলের খেলা। সেই গোল না হলে জমবে কি আর খেলা? তিন মিনিট পরই জার্মান গোলরক্ষককে একা পেয়েও গোলের সহজ সুযোগ নষ্ট করে বসেন স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো। শুধু তাই নয় প্রথমার্ধের শেষদিকে ব্যর্থতার পরিচয় দেয় রামোস বাহিনী। যদিও কেউই জালের ঠিকানা খুঁজে না পাওয়ায়, প্রথমার্ধ থাকে গোলশূন্য।

বিরতির পরও দাপুটে ফুটবল খেলে জার্মানরা। ৫১ মিনিটে ডেডলক ভাঙ্গে লোর শিষ্যরা। রবিন গোজেন্সের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন চেলসি ফরোয়ার্ড টিমো ভেরনার।

সাত মিনিট পরই সমতায় ফিরতে পারতো এনরিকের দল। যদি না রদ্রিগোর শট ক্রসবারে ছুঁয়ে যেতো। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় টিমো-সানেরা। যদিও ম্যাচের অতিরিক্ত সময়ে লুইস গায়ার নাটকীয় গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

(ঢাকাটাইমস/০৪ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলাকেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার 
বোয়ালমারীতে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশন সিলগালা
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা