মৌমাছির কামড়ে নেশনস লিগের প্রথম ম্যাচে অনিশ্চিত রোনালদো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৪
অ- অ+

সিআর সেভেনের শততম আন্তর্জাতিক গোলের অপেক্ষা দীর্ঘায়িত হতে পারে মৌমাছির দংশনে। হ্যাঁ, শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি। শনিবার উয়েফা নেশনস লিগে অভিযান শুরু করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে মাঠে নাও নামতে পারেন দলের মধ্যমণি ক্রিশ্চিয়ানো রোনালদোর। জানা গিয়েছে রোনালদোর পায়ের পাতায় মৌমাছি কামড়ে দেওয়ায় সেখানে ক্ষতের সৃষ্টি হয়েছে। আর সেই কারণে গত তিনদিন অনুশীলনেই নামতে পারেননি জুভেন্টাস তারকা। এমতাবস্থায় শনিবার মদ্রিচদের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানোকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

রোনালদোর পায়ের পাতায় ক্ষত এতোটাই মারাত্মক আকার ধারণ করেছে যে তার মাঠে নামার বিষয়ে ম্যাচের আগেরদিন অবধি নিশ্চিত হতে পারছেন না কোচ ফার্নান্দো স্যান্তোস। তাই ৯৯টি আন্তর্জাতিক গোলে দাঁড়িয়ে থাকা ক্রিশ্চিয়ানো শনিবার সেঞ্চুরি করার সুযোগ পাবেন কীনা, নিশ্চিত নয় এখনও।

ম্যাচের আগেরদিন স্যান্তোস জানিয়েছেন, ‘আমি জানি না আগামীকাল সে ১০০ শতাংশ সুস্থ হয়ে মাঠে নামতে পারবে কীনা?’ স্যান্তোস আরও বলেন, ‘দলের সঙ্গে জিম সেশন এবং অনুশীলনে ভালোই ঘাম ঝরাচ্ছিল ও। কিন্তু বুধবার হঠাতই রোনালদোর পায়ের পাতা লাল হয়ে ফুলে যায়। ওর পায়ের পাতায় একটি মৌমাছি কামড়ে দেয়।’

চিকিৎসকের পরামর্শ মেনে পর্তুগিজ তারকা অ্যান্টিবায়োটিক নিয়েছেন। কিন্তু পরিস্থিতি মোটেই অনুকূল নয়, জানিয়েছেন রোনালদোদের হেডস্যার। এমতাবস্থায় অপেক্ষা ছাড়া আর কোনও গতি নেই। এমনকি কীভাবে এই ক্ষত সারবে বা কত সময় লাগবে তা সম্পর্কে কেউই সঠিক বলতে পারছেন না বলে জানিয়েছেন স্যান্তোস।

দশ মাস আগে লুক্সেমবার্গের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক গোলটি এসেছে রোনালদোর। এরপর আর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেনি পর্তুগাল। তাই শততম গোলের নজির এখনও ছোঁয়া হয়নি কিংবদন্তির।

স্বাভাবিকভাবেই শনিবার নেশনস লিগের প্রথম ম্যাচে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি করার সুযোগ ছিল ক্রিশ্চিয়ানোর সামনে। কিন্তু যা পরিস্থিতি তাতে মৌমাছি দংশনে সেই অপেক্ষা দীর্ঘতর হতে পারে। উল্লেখ্য, গত মাসে জুভেন্টাসের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ প্রতিযোগীতামূলক ম্যাচটি খেলেছেন রোনালদো। ওই ম্যাচে জোড়া গোল করেও ক্লাবের বিদায় আটকাতে পারেননি তারকা ফুটবলার। দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় সত্ত্বেও অ্যাওয়ে গোলের নিরিখে লিয়ঁর কাছে হেরে রাউন্ড ১৬ থেকেই বিদায় নিতে হয় রোনালদোদের।

(ঢাকাটাইমস/০৫ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংসারে অভাব-অনটন, স্বামী-স্ত্রীর আত্মহত্যা 
আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন আফগান লেগ স্পিনার রশিদ খান
ইরাকে পানির মজুদ ৮০ বছরে সর্বনিম্ন 
বগুড়ায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা