চোখ ধাঁধানো স্টাইলিশ ইলেকট্রিক বাইক আসছে

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৪
অ- অ+

চোখ ধাঁধানো স্টাইলিশ ইলেকট্রিক বাইক আনছে ভারতের একটি স্টার্টআপ কোম্পানি। আল্ট্রাভায়োলেটি অটোমোটিভ নামের ওই প্রতিষ্ঠান এফ৭৭ মডেলে নতুন ই-বাইক বাজারে আনছে।

এফ৭৭ বাইকটি ২৫ কিলোওয়াটের (৩৩.৫ হর্সপাওয়ার) পিএমএসএম (পারমানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর) দ্বারা পরিচালিত। মোটরটির ৩৩.৫ হর্স পাওয়ার এবং ৯০ ন্যানোমিটারের টর্ক আউটপুট রয়েছে। বাইকটির সর্বোচ্চ গতিবেগ ১৪৭ কিমি এবং এটি মাত্র ৭.৫ সেকেন্ডেই ০-১০০ কিমি/ঘন্টা গতি এক্সেরেলেট করতে পারে।

বাইকটিতে রিমুভেবল লিথিয়াম-আয়ন ব্যাটারির তিনটি ইউনিট দেওয়া হয়েছে। যার ক্যাপাসিটি ৪.২ কিলোওয়াট/ঘন্টা। ব্যাটারি স্টান্ডার্ড চার্জ হতে ৫ ঘন্টা এবং অপরদিকে ফাস্ট চার্জিং হতে সময় নেয় ১.৫ ঘন্টা। এসি এবং ডিসি উভয়ই চার্জিংয়ের জন্য এতে সিসিএস টাইপ -২ চার্জিং পোর্ট রাখা রয়েছে। এক চার্জে ১৩০-১৫০ কিমি দূরত্ব অতিক্রম করতে পারবে বাইকটি।

বাইকটি ওটিএ আপগ্রেড, রিমোট ডায়াগনস্টিকস, রাইড টেলিম্যাটিক্স ও রাইড অ্যানালিটিক্স, রিজেনারেটিভ ব্রেকিং, বাইক ট্র্যাকিং এবং তিন ধরনের রাইড মোড, যেমন-ইকো মোড, নর্মাল মোড এবং ইনসেন মোড সিলেক্ট করার সুবিধার সাথে আসবে।

এছাড়া বাইকটির প্রধান ফিচারের মধ্যে আছে, ডুয়াল চ্যানেল এবিএস, ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনোশোক, ফোর জি এলটিই কানেক্টিভিটি, জিওফেন্সিং। এছাড়া বাইকটির রক্ষণাবেক্ষণ এবং ডায়াগনস্টিকস বিশ্লেষণ করতে সক্ষম একাধিক অনবোর্ড সেন্সর আছে।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা