পেসারদের দাপটে সিরিজে সমতা আনল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:২০| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৭
অ- অ+

টস জিতে প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে মাত্র ২৩১ রান করে ইংল্যান্ড। বর্তমান ক্রিকেট বিশ্বে ওয়ানডেতে আড়াইশোর কমে রান করে ম্যাচ জেতার স্বপ্ন অনেক দলই দেখে না। কিন্তু রবিবার এই রানেও ম্যাচ জিতে ইংল্যান্ড প্রমাণ করে দিল কেন তারা বিশ্বচ্যাম্পিয়ন।

২৩২ রান তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়ে ১৪৪ রান করে দেয় অস্ট্রেলিয়া। সেখান থেকে ঘুরতে শুরু করে ম্যাচের ভাগ্য। তিন পেসার- ক্রিস ওকস, জোফ্রা আর্চার ও স্যাম কারেন তিনটি করে উইকেট নিয়ে ২০৭ রানে শেষ করে দেন অস্ট্রেলিয়ার ইনিংস। ২৪ রানে জিতে তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১ করে দিল ইংল্যান্ড। শেষ ম্যাচেই হবে সিরিজের ভাগ্য নির্ধারণ।

ইংল্যান্ডের পেসারদের মতোই সফল অস্ট্রেলীয় লেগস্পিনার অ্যাডাম জাম্পা। তিনিও নেন তিন উইকেট। এছাড়া অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৭৩ রানের লড়াকু ইনিংস উপহার দেন। রান পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানও। ৪২ রান করেন তিনি। কিন্তু দিনের শেষে নায়ক ইংল্যান্ডের পেস ত্রয়ী।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা