বেলকে দলে নিতে আলোচনা শুরু টটেনহ্যামের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫১
অ- অ+

রিয়াল মাদ্রিদ থেকে সাবেক তারকা গ্যারেথ বেলকে আবারো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা শুরু করেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার।

মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের অধীনে নিজেকে মূল দলের সদস্য হিসেবে প্রমাণ করতে পারেননি এই ওয়েলস তারকা। সে কারণেই বছরের শুরুতে ইংলিশ কোনো ক্লাবে যোগ দেবার আগ্রহ প্রকাশ করেছিলেন বেল। ট্রান্সফার মার্কেটে তাকে পেতে টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের গুঞ্জন ছিল। কিন্তু এখন স্পার্সরা বেলের এজেন্টের সাথে প্রকাশ্যেই আলোচনার কথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, ধারেই বেলকে দলে ভেড়াবে স্পার্সরা। তবে স্থায়ী চুক্তির বিষয়টিও তারা উড়িয়ে দেয়নি।

বেলের এজেন্ট জনাথন বারনেট বলেছেন, ‘গ্যারেথ এখনও স্পার্সকে ভালবাসে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। এই ক্লাবে সে সবসময়ই ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেছে।’

রিয়ালের সাথে বেলের এখনও দুই বছরের চুক্তি বাকি রয়েছে। যে কারণে প্রতি সপ্তাহে বেলের জন্য রিয়াল ৬ লাখ পাউন্ড গুনতে হবে। বিভিন্ন সূত্রমতে জানা গেছে এই ফরোয়ার্ডের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় অন্তত কিছুটা হলেও চুক্তির অর্থ সমন্বয় করে বেলকে রিয়াল ছেড়ে দিবে।

২০১৩ সালে ৮৫ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যাম থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন বেল। রিয়ালের হয়ে এই সাত বছরে ৩১ বছর বয়সী বেল চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছেন। কিন্তু গত বছর জিদানের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় বেল রিয়াল ছাড়তে বাধ্য হচ্ছেন। গত বছর করোনা মহামারী কাটিয়ে পুনরায় যখন লিগ শুরু হয় তখন মাত্র একটি ম্যাচে তিনি মূল একাদশে সুযোগ পেয়েছেন। ২০১৭ সালের পর এই প্রথম রিয়াল লা লিগায় শিরোপা জয় করে।

মাত্র ১৭ বছর বয়সে সাউদাম্পটন থেকে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন বেল। এখনও ক্লাবটির সাথে তার একটি আবেগময় সম্পর্ক রয়েছে। এই ক্লাবে থেকেই তিনি নিজেকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় একজন ফরোয়ার্ডে পরিণত করেছেন।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা