সাইফের দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩২
অ- অ+

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সাইফ হাসানের দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। বুধবার সাইফ হাসানের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর সাইফ হাসান করোনায় আক্রান্ত হন।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রথম দফায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করে বিসিবি। সেই পরীক্ষায় সাইফের শরীরে করোনা ধরা পড়ে। সেই সাথে জাতীয় দলের প্রধান ট্রেনার নিক লি’ও করোনায় আক্রান্ত হন।

তবে, নিক লি ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু সাইফ হাসান এখনো শঙ্কামুক্ত নন। তিনি তার ধানমন্ডির বাসায় আইসোলেশনে আছেন।

সাইফ এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২টি টেস্ট ম্যাচ খেলেছেন। দুই ম্যাচে তার মোট রান ২৪। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজেকে মেলে ধরতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স সাইফের। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৪টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি রয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ৬টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা