কুড়িগ্রামে আবারো নদ-নদীর পানি বৃদ্ধি

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫
অ- অ+

বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি আবারো বৃদ্ধি পেতে শুরু করেছে। ধরলা নদীর পানি বুধবার দুপুরে সেতু পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদীর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে।

সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সারোডোব এলাকায় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে ১০টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। ভাটিতে পানি কম থাকায় ধরলায় প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এতে করে বন্যা পরিস্থিতির সাথে সাথে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

এ অবস্থায় ৩ দফা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ৪র্থ দফায় নদ-নদীর পানি বৃদ্ধির ফলে চিন্তিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষজন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বুধবার বিকাল ৩টায় ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিন পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা