শ্রীলঙ্কা শর্ত শিথিল করলে সিরিজ খেলতে সমস্যা নেই: বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫
অ- অ+

এখনো পর্যন্ত শ্রীলঙ্কার কাছ থেকে কোনো জবাব না পেলেও দ্বীপ দেশটিতে তিন ম্যাচের আসন্ন টেস্ট সিরিজের জন্য ইতিবাচক মনোভাব নিয়ে অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতোমধ্যে বিসিবি সভাপতি লঙ্কানদের জানিয়ে দিয়েছেন যে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন পালন করতে হলে সফর করবে না বাংলাদেশ। তবে এই বিষয়ে এখনো কোন জবাব দেয়নি শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)।

বিসিবি সভাপতি আরো জানিয়ে দিয়েছেন, লঙ্কানদের জবাবের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে বসে থাকবে না বোর্ড। তবে নাজমুল হাসান পাপনের ওই মন্তব্যের পর দুই দিন পার হয়ে গেলেও শ্রীলঙ্কা এখনো কোনো জবাব দেয়নি বিসিবিকে। এতে এই সফরটি অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।

বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা এখনো ইতিবাচক জবাবের জন্য অপেক্ষা করছি। তারা যদি তাদের শর্তগুলো শিথিল করে তাহলে সিরিজ খেলতে কোনো সমস্যা নেই।’

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা এখনো আমাদের কিছু জানায়নি। তাদের মনে কি আছে তা আমরা এখনো বুঝতে পারছি না। তবে আমরা যথেষ্ট ইতিবাচক।’

এদিকে সফরটি অনিশ্চিত হয়ে পড়ায় কিছুটা বিপাকে পড়ে গেছে বিসিবির মেডিকেল কমিটি। সফরের আগে ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, ডাক্তার সহ সংশ্লিষ্ট সবাইকে অন্তত আরো তিনটি করোনা পরীক্ষা করাতে হবে। ১৭ সেপ্টেম্বর সব ক্রিকেটাররা আবারো বাড়িতে যাবেন। আর বিদেশি স্টাফরা হোটেলে কোভিড-১৯ পরীক্ষা করাবেন।

জাতীয় দলের অফিসিয়াল প্রস্তুতির এটি হচ্ছে প্রথম পদক্ষেপ। এতে বলা হচ্ছে, শুধুমাত্র নেগেটিভ রিপোর্টধারীরা জাতীয় দল অবস্থান করা হোটেলে উঠতে পারবে। ২১ সেপ্টেম্বর শুরু হবে অনুশীলন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে সবকিছু।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেশীষ চৌধুরী বলেছেন, ‘আমরা ক্রিকেট অপারেশন্স এর দিকে তাকিয়ে আছি। তারা যদি দল ঘোষণা করেন তাহলে আমরা সেই তালিকা ধরে তাদের বাসার ঠিকানা দেব যাতে বিশেষজ্ঞরা তাদের করোনা পরীক্ষা করাতে পারেন। আসলে ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্টিং স্টাফরা ঝুঁকিতে আছেন কিনা জানতে শ্রীলঙ্কা সফরের আগে তিন ধাপের করোনা পরীক্ষা করতে হবে।’

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা