পাইকগাছায় ‘তরুণ সংঘ ক্লাব’র উদ্যোগে নৌকাবাইচ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৪
অ- অ+

বিশ্বকর্মা পুজা উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার লতায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টায় পুটিমারী তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে উলুবুনিয়া নদীতে অনুষ্ঠিত হয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় ৫টি নৌকা অংশ নেয়। এতে প্রথম স্থান অধিকার করে খাজাবাবা পুটিমারী বাইচ নৌকা, দ্বিতীয় স্থানে দুরন্ত স্পোর্টিং ক্লাব নৌকা ও তৃতীয় স্থানে পুটিমারী উত্তরপাড়া নৌকা।

প্রতিযোগিতা শেষে তরুণ সংঘ ক্লাবের সাধারণ-সম্পাদক পলাশ বাছাড়ের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ-সম্পাদক ও লতা ইউপি সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন লতা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, সাধারণ-সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডল, মহিলালীগের সভানেত্রী রাধিকা গোলদার, রত্না মন্ডল, কাকলী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা অনিল সরকার, ইউপি সদস্য আলমগীর খলিফা, আজিজুল বিশ্বাস, কৃষ্ণ রায় ও শিউলী সরকার।

এসময় বক্তব্য দেন- ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কালিপদ বিশ্বাস, সম্পাদক বিপুল বিশ্বাস, প্রধান শিক্ষক অজয় রায়, আশীষ রায়, সদানন্দ মন্ডল, প্রাণকৃষ্ণ মন্ডল, রবিন্দ্রনাথ বাছাড়, মিজান সানা, প্রভাকর সরকার প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা