মানিকগঞ্জে আবারো পানি বাড়ছে যমুনায়

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:২৮

মানিকগঞ্জে দুই দফা বন্যার পর আবারও নদীতে পানি বাড়তে শুরু করেছে। গেল ২৪ ঘণ্টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টের যমুনা নদীতে ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

রবিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের আরিচা যমুনা পয়েন্টের পানির স্তর পরিমাপক ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গত তিন দিন ধরে উজানের বৃষ্টির পানিতে আরিচা যমুনা পয়েন্টের পানি বৃদ্ধি পেয়েছে। এ পয়েন্টে গেল ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও এখনো তা বিপদ সীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন জানান, ধরলা ও তিস্তা পয়েন্টের দিকে পানি বৃদ্ধি পাওয়ায় এ পয়েন্টে পানি বেড়েছে। তবে এতে বন্যার কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :