২৭ সেপ্টেম্বরই শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না টাইগারদের!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৯| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৪
অ- অ+

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা কাটছেনা এখনই। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পাঠানো স্বাস্থ্য নির্দেশনায় বিসিবির সফর অস্বীকৃতি জানানোর সপ্তাহখানেক পেরিয়ে গেলেও আনুষ্ঠানিক কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই বোর্ড। মূলত লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় ও কোভিড-১৯ টাস্ক ফোর্সের সবুজ সংকেতের দিকেই তাকিয়ে এসএলসি।

যদিও সফর হচ্ছে ধরে রেখে এবং লঙ্কান বিমানে চড়ার পূর্ব নির্ধারিত সময়কে লক্ষ্য করেই নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছে বিসিবি। জৈব সুরক্ষিত বলয়ে পুরোদমে চলছে টাইগারদের স্কিল ক্যাম্পও। ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা থাকলেও অবশ্য আপাত দৃষ্টিতে কঠিনই মনে করছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজাম উদ্দিন চৌধুরী জানান লক্ষ্য ২৭ সেপ্টেম্বর, তবে প্র্রয়োজনে হতে পারে এদিক সেদিক। এ প্রসঙ্গে বিসিবি প্রধার নির্বাহী বলেন, ‘এখন পর্যন্ত যেহেতু আমরা সিদ্ধান্ত পাইনি, আমরা অবশ্য ২৭ তারিখ ধরেই প্রস্তুতি নিচ্ছি, সবকিছু নিয়ে এগোচ্ছি।’

এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না চানা এবং ভিসা সহ অন্যান্য জটিলতার কথা মাথায় রেখে ২৭ তারিখে বিমানে চড়া চ্যালেঞ্জিং মানছেন সুজন, ‘এই মুহূর্তে বিষয়টি একটু চ্যালেঞ্জিং হবে ২৭ তারিখে ভ্রমণ করা। ভিসা ও অন্যান্য জটিলতা তো রয়েছেই। সেক্ষেত্রে যদি কোন এদিক সেদিকের প্রয়োজন হয় আমরা করে নেব।’

‘সে ব্যাপারে আমাদের প্রাথমিক আলোচনাও হয়েছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যত দ্র্রুত শ্রীলঙ্কা ক্রিকেট আমাদের ফিডব্যাকটা যেন দেন। সেভাবেই আমরা পরিকল্পনা করতে পারব।’

এখনো কোন সিদ্ধান্ত না আসলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলে তিন ম্যাচ টেস্ট সিরিজটি মাঠে গড়ানোর ব্যাপরেই দুই বোর্ড সচেষ্ট বলে জানায় বিসিবি প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘যেহেতু এসএলসি ও বিসিবি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা অংশ নেব সেহেতু এটা আমরা এগিয়ে নিতে চাই। সেক্ষেত্রে আমাদের দুই বোর্ডেরই চেষ্টা চলছে সিরিজটি আয়োজনের ব্যাপারে।’

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা