নরসিংদীতে ভূমিহীন ৪০ পরিবারে জমির দলিল হস্তান্তর

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৯
অ- অ+

নরসিংদীতে ৪০ জন অসহায়-ভূমিহীন পরিবারের মধ্যে জমির দলিল হস্তান্তর করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে নরসিংদীর আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জমির দলিল হস্তান্তর করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান।

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় ভূমিহীন অসহায়দের মাঝে জমি বরাদ্দের অংশ হিসেবে ৪০ জন ভূমিহীন পরিবারের মধ্যে তিন একর জমি বরাদ্দ দেয়া হয়। এতে ভূমিহীন পরিবারগুলো বাসস্থানের সুযোগ পেলো।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, ইনডিপেনডেন্ট কলেজ, নরসিংদীর অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, রেভিনিউ ডেপুটি কলেক্টর আসসাদিক জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা