বড় উৎসবের আগে জাল টাকা ছড়িয়ে দিতো ওরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৯
অ- অ+

দেশে ধর্মীয় ও সামাজিক বড় উৎসবগুলোকে কেন্দ্র করে জাল টাকা ছড়িয়ে দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৬৫ লাখ টাকার জাল নোট, ডেল ল্যাপটপ, কালি, দুটি প্রিন্টার, জাল নোট তৈরির চার বান্ডিল কাগজ, নিরাপত্তা সুতা দশ পাতা, জাল নোট তৈরির ডাইসসহ জাল টাকা তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইউসুফ আলী, আব্দুর রহীম ওরফে হেলাল হোসেন রহীম, ফজলে রাব্বি মিয়া ও মো. জাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছে, তারা বড় কোন উৎসব যেমন ঈদ/দুর্গাপূজা ইত্যাদি অনুষ্ঠানকে টার্গেট করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাদের সহযোগীদের মাধ্যমে জাল টাকা ছড়িয়ে দিতো। এক লাখ টাকা তৈরি করতে তাদের খরচ হয় ১০ হাজার টাকা। পরবর্তী সময়ে পাইকারের কাছে এক লাখ টাকার জালনোট ১৪ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করতো। পাইকারি বিক্রেতা প্রথম খুচরা বিক্রেতার কাছে ২০ থেকে ২৫ হাজার টাকা বিক্রি করত। প্রথম খুচরা বিক্রেতা দ্বিতীয় খুচরা বিক্রেতার কাছে ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করতো। এরপর দ্বিতীয় খুচরা বিক্রেতা মাঠ পর্যায়ে সেই টাকা আসল টাকার সমমূল্যে বিক্রয় করতো। মাঠ পর্যায়ে কর্মীরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রবাদি ক্রয়ের মাধ্যমে এই জালনোট বাজারে ছড়িয়ে দিতো বলে জানান এই কর্মকর্তা। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বর্ণকণার জাদু: রেটিনাল রোগে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে সোনার ন্যানোপার্টিকল
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ বাংলাদেশি
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ
কতটা হাঁটলে ঝরবে মেদ, দূরে থাকবে ডায়াবেটিস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা