শেখ হাসিনার জন্মদিনে জেনেভায় দোয়া

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৬| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৪
অ- অ+

জেনেভাস্থ সুইজারল্যান্ড আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন হয়েছে। এ উপলক্ষে সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতাকর্মী আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর প্রথম প্রহর ০০:০১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে জননেত্রীর জন্মদিনের অনুষ্ঠানের সূচনা হয়।

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় আলোচনা সভায় অনলাইনে বক্তব্য দেন- সভাপতি তাজুল ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ মহসিন, অশোক কুমার সরকার রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, বিপুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক গৌরি চরন সসীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীন, পরিকল্পনা সম্পাদক মাহবুব ভুইয়া সুমন, উপ-প্রচার সম্পাদক সমিরন বরুয়া জিশু, আওয়ামী লীগ নেতা রিফাত হাসান খান।

এছাড়াও বক্তব্য দেন- জেনেভা বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র আওয়ামী নেতা আশরাফুল ইসলাম আজাদসহ আরও অনেকে।

অনলাইন শুভেচ্ছা জানান সহসভাপতি জসিম উদ্দীন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম এগার, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া।

পরে যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল তালুকদারের পরিচালনায় জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এরপর দেশীয় খাবারে নৈশভোজের মধ্য দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক শ্যামল খান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা