নির্মাণ ব্যবসার আড়ালে ভূমি দখল, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২০, ১৫:৪৭| আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৫:৪৮
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকার ৪ নম্বর রোডের ১০৯ নম্বর বাড়ি থেকে অস্ত্রসহ শীর্ষ ‘সন্ত্রাসী’ সাইফুল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা দীর্ঘদিন ধরে নির্মাণ ব্যবসার আড়ালে ভূমি দখল, চাঁদাবাজি, মাদকের ব্যবসা করে আসছিল।

গ্রেপ্তার সাইফুলের অন্য দুই সহযোগী হলেন- হানিফ, মনির হোসেন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে র‌্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, শুক্রবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকার ৪ নম্বর রোডের ১০৯ নম্বর বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক চোরাকারবারি। ‘এসআই এন্টারপ্রাইজ’ নামে একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠান খুলে সেই প্রতিষ্ঠানের আড়ালে সহযোগীদের নিয়ে ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলেন তিনি। অভিযানের সময় সাইফুল ইসলামের শরীরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন ধরে ঢাকা শহর ও আশপাশের অন্যান্য এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও জমি দখল করে আসছিল। তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ আরও তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ৬৪ পিস ইয়াবা, মোবাইল ফোন ৯টি, এবং নগদ টাকা এক লাখ আট হাজার টাকা উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/২অক্টোবর/এআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা