শিশু ধর্ষণ মামলা তুলে নিতে আসামি পক্ষের ‘হুমকি’

ময়মনসিংহ সদর উপজেলার উজান ঘাগড়ায় শিশু ধর্ষণ মামলা তুলে নিতে আসামি পক্ষের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছে শিশুটির পরিবার। মামলার বাদী স্মৃতি আক্তার তার শিশু কন্যার প্রতি বর্বরতার বিচার চেয়ে এ বিষয়ে পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
তার অভিযোগ, মামলা তুলে নিতে আপোষ মীমাংসার নামে বিভিন্ন মহল থেকে চাপ দিচ্ছে তাদের। এছাড়া, আসামি কোথায় আছে খবর দেন ধরবো। এমন বাহানায় ২ মাস যাবৎ ন্যায় বিচার থেকে তাদের বঞ্চিত করছে মামলার তদন্তকারী কর্মকর্তা।
সূত্র জানায়, গত ৭ আগস্ট উপজেলার উজান ঘাগড়ায় নয় বছরের শিশুকে পুকুরে গোসলের সময় ধর্ষণ করে একই এলাকার কিশোর নাহিদ। পরদিন শিশুটির মা কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করেন।
মা স্মৃতি আক্তার বলেন, ‘পুলিশ মামলা নিলেও গত দুই মাসে আসামি ধরছে না। উল্টো মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সোহেল রানা নানা তালবাহানায় কালক্ষেপন করছেন। আসামি কোথায় আছে সে খবর আমাদের দিতে বলেন তিনি।’
তবে এ অভিযোগ অস্বীকার করে এসআই সোহেল রানা জানান, ঘটনাটি তাদের আত্মীয় স্বজনদের মধ্যেই ঘটেছে। আসামিও অপ্রাপ্ত বয়স্ক। এছাড়া, আসামি মোবাইল ফোন ব্যবহার না করায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না।
ঢাকাটাইমস/৩অক্টোবর/পিএল)

মন্তব্য করুন