‘প্রতিদিন আদালতে গেলে জনগণের কাছে যাবো কখন?’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২০, ১৭:৩৪

নির্বাচনের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রতিদিন যদি আমাকে আদালতে যেতে হয় তাহলে আমি জনগণের কাছে কখন যাবো?’

মঙ্গলবার বিকালে যাত্রাবাড়ীতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সোমবার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এক মামলায় ঢাকার জজকোর্টে হাজিরা দিয়ে জামিন নেন সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবারও তাকে এক মামলায় হাজিরা দিতে আদালতে যেতে হয়েছিল।

সালাউদ্দিন বলেন, ‘আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। যে কারণে বারবার নির্বাচন কমিশন ও প্রশাসনকে অনুরোধ করেছি একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে। কিন্তু আপনারা সেটা এখনো করতে পারেননি। প্রতিকূলতার মাঝেও আমরা জনগণের কাছে যাচ্ছি এবং ভোট চাচ্ছি।’

বিএনপি প্রার্থী বলেন, ‘গতকালও আপনারা দেখেছেন আমাকে ঢাকা দায়রা জজ আদালতে যেতে হয়েছে। আজও একই অবস্থা হয়েছে আমার। আমার যদি প্রতিদিন দুপুর ২টা পর্যন্ত আদালতে সময় দিতে হয় তাহলে জনগণের কাছে যাবো কীভাবে? সরকার আমাদের নেতাকর্মীদের নামে এই যে গায়েবানা মামলা দিয়েছে তার হাজিরা দিয়ে এখানে এসে হাজির হয়েছি। মিথ্যা মামলা দিয়ে প্রতিদিন আদালতে হাজির করছে আর একদিন না গেলে সঙ্গে সঙ্গে ওয়ারেন্ট দিয়ে দিচ্ছে।’

এসময় তিনি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার স্বার্থে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরির আহ্বান জানান।

সাবেক এই সাংসদ বলেন, ‘এই সরকার জনগণের ভোট হরণ করেছে। গত সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাই এই ১৭ অক্টোবরের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ।’ তাই ওইদিন সবাই কেন্দ্রে গিয়ে জনগণকে যার যার ভোট তাকে দেয়ার জন্য উৎসাহিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি আতিক উল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, সহ-সভাপতি আনোয়ার হোসেন সর্দার, সহসাধারণ সম্পাদক মাসুম দেওয়ান, সাঈদ আহমেদ শাহিনসহ শতাধিক নেতাকর্মী।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :