দুর্নীতি: বরিশাল সিটির চার কর্মকর্তা চাকরিচ্যুত

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২০, ২০:০৮

নানা অনিয়ম এবং দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিস্কার করা হয়।

বহিষ্কৃত কর্মকর্তারা হলেন, সিটি করপোরেশনের প্রধান বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, প্রকৌশল শাখার উপ-সহকারী প্রকৌশলী (এসও) আবুল কালাম আজাদ, ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান শাহীন ও হাট-বাজার শাখার সুপারিনটেনডেন্ট নুরুল ইসলাম।

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) স্বপন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগে থেকেই চাকুরিচ্যুত এই চার কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে তারা দীর্ঘ দিন ধরে সাময়িকভাবে বরখাস্ত ছিলেন। সবশেষ তাদের শোকজ করা হয়েছে। এতে নির্দিষ্ট করে উত্তর দিতে না পারায় মঙ্গলবার তাদের চাকুরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে মো. শাহীন নামে আরও একজন কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তিনি সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী ছিলেন।

এ নিয়ে গত দুই মাসে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের পাঁচজন কর্মকর্তা স্থায়ীভাবে চাকুরিচ্যুত হলেন।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :