বগুড়ায় নদী থেকে সেই কলেজশিক্ষকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২০, ২০:২৯
অ- অ+

বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে নৌকায় জুয়া খেলার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়া নিখোঁজ কলেজশিক্ষক আব্দুল হাই নান্নু (৩৪)-এর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার বাজার এলাকা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেন।

আব্দুল হাই সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হরিনাথপুর কলেজের প্রভাষক ছিলেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোরগাছা আওলাকান্দি এলাকায় বাঙালি নদীতে নৌকার মধ্যে আসর বসিযে জুয়া খেলা চলছিল। এ খবর পেয়ে শেরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র তছির উদ্দিনসহ চারজনকে আটক করে। কিন্তু নান্নু প্রভাষক পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এরপর তিনি আর বাড়িতে ফিরে যাননি। পরে নিহতের পরিবার দাবি করে- আব্দুল হাই নদীতে ঝাঁপিয়ে নিখোঁজ রয়েছেন। এরপর বুধবার বিকাল ৪টার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে সুঘাট বাজার এলাকায় বাঙালি নদীতে তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয়দের দেয়া খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেন।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, নদী থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
ইংরেজি ভাষা আয়ত্তের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা