কালিয়াকৈরে বন্যার্তদের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সুফিয়া মডেল হাই স্কুল মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় বন্যার্তদের মাঝে মাথা পিছু ২০ কেজি চাল, পাঁচ কেজি আটা, তিন কেজি আলু, দুই কেজি তেল, এক কেজি ডাল ও এক কেজি করে লবণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির সভাপতি মারফত আলী মেম্বার, বিদ্যানন্দ ফাউন্ডেশনের আব্দুস সাত্তার, সানোয়ার হোসেন, আবু হানিফ, ফিরোজ হোসেন, আব্দুর রহিম, মাষ্টার দেবদুলাল সরকার, দেলোয়ার হোসেন, রিপন মিয়া, রাজু আহমেদ, হাসিব মিয়া ও তন্ময়।
(ঢাকাটাইমস/৯অক্টোবর/পিএল)

মন্তব্য করুন