স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক আটক

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২০, ২১:১১
অ- অ+

সাতক্ষীরার আশাশুনিতে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে এক প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষককে আটক করা হয়েছে। আটক শিক্ষক মইনুর রহমান উপজেলার কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর পুত্র এবং আশাশুনি কেবিএ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক।

জানা গেছে, শিক্ষক মইনুর রহমান প্রায়ই ওই স্কুলছাত্রীর বাড়িতে যাতায়াত করে থাকেন। শুক্রবার সকাল ১০টার দিকে প্রধান শিক্ষক ওই স্কুলছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুবাদে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে মইনুর ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ অভিযুক্ত মইনুর রহমানকে আটক করেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন মেয়ের পিতা। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।

আশাশুনি থানার ওসি গোলাম কবির বলেন, এ ঘটনায় মামলা করেছে ভুক্তভোগীর পিতা। সুষ্ঠু তদন্তসহ অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসাসিকে আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা